শুধুই সৌজন্য সাক্ষাৎ?
বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সাক্ষাৎ করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁর হাতে তুলে দেন নিজের লেখা বই অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি। জানা গিয়েছে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে কথপোকথন। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ, না কি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক গল্প রয়েছে সেটি অবশ্য সময়ই বলবে। উল্লেখ্য, এদিনই সকালে মুম্বইয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাড়িতে দেখা করতে যান সঙ্ঘ প্রধান মোহন ভগবৎ। যদিও এটি সম্পুর্ণ সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, কিন্তু বঙ্গে বিধানসভা ভোটের আগে বাংলার অন্যতম আইকনের বাড়িতে আরএসএস প্রধানের যাওয়াকে শুধুই সৌজন্য সাক্ষাৎ বলে মানতে চাইছে না রাজনৈতিক মহল। তেমনই প্রসেনজিৎ-এর বাড়িতে বিজেপি নেতার এই আগমণ শুধুই সৌজন্য সাক্ষাৎ নয় বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।